১৪/০১/২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। এসময় উদ্ধার করা হয় অপহরণে শিকার হওয়া ওই ব্যবসায়ীকে।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫। এরআগে সোমবার রাতে সাভার এলাকার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার রুস্তম আলীর ছেলে।

অপহরণে শিকার হওয়া ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আ: রশিদের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অপহরণের শিকার হওয়া আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার আত্মীয়র বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে জানায় ভিকটিম ভালো আছে এবং তিনি সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজতে আছে। এরপর থেকে ওই নম্বরে যোগযোগ করলে ফোন বন্ধ দেখায়। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ভিকটিমকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সদর থানায় ভিকটিমের ছেলে অপহরণের একটি মামলা করলে আসামীদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাবের সদস্যরা সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেফতার ও অপহৃত ভিকটিম আলমগীরকে উদ্ধার করে। গ্রেফতারের পর আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন