১৫/০১/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত রিভিউ চালু করল ওপেনএআই

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটে নতুন একটি ফিচার চালু করেছে। এর নাম ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’। এটি ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত বছরশেষ রিভিউ।এই রিভিউ অনেকটা স্পটিফাই র‍্যাপডের মতো। তবে এখানে গান নয়। দেখানো হবে ব্যবহারকারীর চ্যাটজিপিট ব্যবহারের অভ্যাস।

বিজ্ঞাপন

ওপেনএআই জানিয়েছে, ফিচারটি এখন পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু ব্যবহারকারী এটি দেখতে পাচ্ছেন। ধাপে ধাপে অন্য দেশেও চালু হতে পারে।এই রিভিউ সব ব্যবহারকারীর জন্য নয়। চ্যাটজিপিটের ফ্রি, প্লাস ও প্রো প্ল্যানের ব্যবহারকারীরা এটি পেতে পারেন। তবে শর্ত আছে। ব্যবহারকারীকে চ্যাট হিস্ট্রি ও সেভড মেমোরি অপশন চালু রাখতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ব্যবহারও থাকতে হবে। টিম, এন্টারপ্রাইজ ও এডুকেশন অ্যাকাউন্টে আপাতত এই সুবিধা নেই।

ওপেনএআই বলছে, ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারী চাইলে দেখবেন। না চাইলে উপেক্ষা করতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে খুলবে না। চ্যাটজিপিট অ্যাপের হোম স্ক্রিনে আলাদা করে জানানো হবে।প্রাইভেসির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ওপেনএআইয়ের ভাষ্য, এই রিভিউ “হালকা, নিয়ন্ত্রিত এবং গোপনীয়তাবান্ধব”। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কিছু দেখানো হবে না।

এই বছরশেষ রিভিউতে ব্যবহারকারীদের দেওয়া হবে বিভিন্ন ‘অ্যাওয়ার্ড’। যেমন- কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে? কোন কাজে চ্যাটজিপিট সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে? লেখা, পড়াশোনা, কোডিং কিংবা আইডিয়া তৈরিতে কতটা সময় গেছে?

শুধু তথ্য নয়। এখানে সৃজনশীলতাও রয়েছে। ব্যবহারকারীর আগ্রহ ও আলোচনার বিষয় অনুযায়ী চ্যাটজিপিট নিজেই একটি কবিতা তৈরি করবে। তৈরি করবে একটি ছবি। যেন এক বছরের কথোপকথনের শিল্পীসুলভ স্মারক।

ওপেনএআই বলছে, এই রিভিউ বিশ্লেষণের চেয়ে অনুভূতির দিকে বেশি ঝোঁকে। লক্ষ্য একটাই— চ্যাটজিপিট কীভাবে ব্যবহারকারীর দৈনন্দিন কাজে জায়গা করে নিয়েছে, তা তুলে ধরা।

ওয়েব সংস্করণ ও অ্যান্ড্রয়েড-আইওএস অ্যাপ— দুটিতেই এই ফিচার পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে সরাসরি চ্যাটজিপিটকে জিজ্ঞেস করেও নিজের বছরশেষ রিভিউ দেখতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ফিচার নয়। এটি ব্যবহারকারী ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ককে নতুনভাবে উপস্থাপন করছে। কাজ, শেখা ও সৃজনশীলতার পথে চ্যাটজিপিট যে কতটা গভীরভাবে যুক্ত হয়েছে, তারই প্রতিফলন এটি।

এখন সীমিত পরিসরে থাকলেও, ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের প্রশ্ন আর যন্ত্রের উত্তরে গড়ে ওঠা এক বছরের গল্পকে ফিরে দেখার নতুন এক জানালা খুলে দিল ওপেনএআই।

পড়ুন: খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

দেখুন: খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন