গত কয়েকটি ছবিতে খুব একটা সুবিধা করতে পারেননি মি. পারফেকশনিস্ট আমির খান। বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবি বেশ ভাবিয়েছে আমির খানকে।
কানাঘুষোয় শোনা যাচ্ছে, আমির খান তাঁর ২০০৮ সালের হিট ছবি ‘গজনি’র সিক্যুয়েল গজনি ২ নিয়ে আসতে চলেছেন আমির খান।
মিডিয়ার রিপোর্টে জানা যায় যে, আমির খান চাইছেন গজনি ছবিটিকে একটি ফ্র্যাঞ্চাইজি বানাতে। ইতিমধ্যেই তিনি গজনি ২ আনার জন্য প্রযোজক আল্লু অরবিন্দর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। একই সঙ্গে গল্পের স্টোরি লাইন কী হবে সেটাও ফাইনাল করছেন।
যদি তাই হয় তাহলে, বলিউড ইতিহাসে প্রথম ১০০ কোটির ব্লকবাস্টার ছবির গাজনির সিক্যুয়েল তৈরি হবে যা অবশ্যই একটি নজির গড়বে। তবে আপাতত আমির খান তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে ব্যস্ত। সব ঠিক থাকলে ২০২৫এ মুক্তি পাবে ছবিটি।