29 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
spot_imgspot_img

ব্যাংকের ভেতর থেকে প্রবাসী নারীর টাকা ছিনতাই

সোহাগ হাফিজ, বরগুনা

বরগুনার তালতলীতে সালমা আক্তার নামে এক প্রবাসী নারীর ব্যাংক থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংকের ভেতর থেকেই এ ছিনতাই হয়েছে বলে জানায়, ভুক্তভোগী সালমা আক্তার।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে তালতলী অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন সালমা আক্তার।

ভুক্তভোগী সালমা আক্তার উপজেলার ফকিরহাট এলাকার বাছির পহলানের স্ত্রী ও সৌদি প্রবাসী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শহরের তালতলী অগ্রণী ব্যাংক শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন সালমা আক্তার। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার টাকাগুলো খুচরা করার কথা বলে। এতে তিনি রাজি হযননি। পরে তার হাত থেকে জোড়পূর্বক ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

ভুক্তভোগী সালমা আক্তার বলেন, আমি যখন টাকা উত্তোলন করলাম, তখনই ওই ব্যক্তি টাকা খুচরা করার কথা বলে। এতে আমি রাজি হইনি। পরে আমার হাত থেকে জোড়পূর্বক টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। আমি সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি।

অগ্রণী ব্যাংকের তালতলী শাখার ম্যানেজার মো. আল-আমিন বলেন, সালমা আক্তার ব্যাংকে ৫০ হাজার টাকার চেক নিয়ে আসে। ব্যাংক তাকে নিয়ম পদ্ধতি অনুসরণ করে টাকা পরিশোধ করে। পরে সে নিয়ে বাহিরে চলে গেছে। এ ঘটনার সাথে ব্যাংক কতৃপক্ষের কোন সম্পৃক্ততা নেই।

ব্যাংকে সিসি ক্যামেরা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল থেকে আমাদের সিসি ক্যামেরা নষ্ট রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন