শীতকালীন অবকাশের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ব্রাকসু নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একাংশ।
আজ (১৯ নভেম্বর) বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থী আহমাদুল হক আলভী, মেহেদী হাসান, শিবলী সাদিক সংবাদ সম্মেলনে জানান, ১৭ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থী বিহীন ২৯ ডিসেম্বর ব্রাকসু নির্বাচন উৎসব মুখর হবে না।
বিজ্ঞাপন
জাতীয় নির্বাচনের নিকটবর্তী সময় হওয়ায় ব্রাকসু নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন তারা। তফসিল সংশোধন করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্রাকসু নির্বাচন দেয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
পড়ুন- জামালপুরে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার: শত প্রতিবন্ধীর জীবনযাত্রায় নতুন আলো


