19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ জনের মরদেহ উদ্ধার

ব্রাজিলের সাও পাওলোতে বিমান বিধ্বস্তে নিহত ৬২ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুই ইঞ্জিনের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল ভোপাস এয়ারলাইন্স। এটি ব্রাজিলের ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দুর্ঘটনাস্থলের আশপাশেই সবার মরদেহ মিলেছ। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ২৮ জন নারী।

দেশটির সিভিল এভিয়েশন এজেন্সি জানিয়েছে, বিমানটি পরীক্ষা নিরীক্ষার পরই চালানোর অনুমতি দেয়া হয়। দুর্ঘটনার আগে বিমানে ত্রুটি বা বিরূপ আবহাওয়ার কোনো খবর জানাননি পাইলট। এ ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, শুক্রবার ব্রাজিলের পারানা থেকে সাও পাওলো যাওয়ার পথে বিধ্বস্ত হয় এয়ারলাইন-ভোয়েপাস-এর বিমানটি। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিমানটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন