ব্রাজিলে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও ১৯ জন।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ট্রাকচালককে আটক করেছে স্থানীয় পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাসটি ইউনিফ্রান্স নামে পরিচিত ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল পৌঁছায়। পরে তারা ৩১ জন হতাহতকে উদ্ধার করে, যাদের মধ্যে ১২ জন নিহত ছিল। পরে বাকি ১৯ আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এনএ/


