ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীপন্থী প্রভাবশালী চিকিৎসক নেতা ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মধ্যপাড়া নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি বিএমএ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি পদেও রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা ২০২৪ সালের ২৭ অক্টোবরে ডা. আবু সাঈদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পান।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


