ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে অবরোধ ডেকে সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। সোমবার সন্ধ্যায় জেলা শহরের মেড্ডায় সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, গত দুই দিন আমরা দাবি আদায়ে কর্মবিরতি দিয়েছিলাম। পরে আজ বিকেলে এসপি ও ডিসির সাথে পৃথক আলোচনা হয়। কিন্তু আমাদের সাথে আলোচনায় ফলপ্রসূ না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্যে অবরোধ ঘোষণা করা হলো। এই অবরোধ শুধু সড়ক পথে পালন হবে।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুবজুল করিম ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া।
এরআগে, রোববার সকাল থেকে জেলা জুড়ে এই কর্মবিরতি শুরু করেছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা। গত দুইদিন স্ট্যান্ড গুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোন অটোরিকশা। সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পরে সেখানে সদর মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। তবু বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাঠি হাতে শ্রমিকরা অবস্থান নেন।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় চলছে অনির্দিষ্টকালের সিএনজি চালিত অটোরিকশার কর্মবিরতি


