১৪/০১/২০২৬, ২১:২৫ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, চলবে কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকদের ডাকা অবরোধ প্রত্যাহার করেছে। সোমবার রাতে সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি ও অনার্স পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের কর্মবিরতি চলবে, তা হবে শান্তিপূর্ণ।

এর আগে, সোমবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে অবরোধ ডাকে সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা।

রোববার সকাল থেকে জেলা জুড়ে এই কর্মবিরতি শুরু করেছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা। গত দুইদিন স্ট্যান্ড গুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোন অটোরিকশা। সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পরে সেখানে সদর মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। তবু বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাঠি হাতে শ্রমিকরা অবস্থান নেন।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন