ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ২০০ প্রতিবন্ধীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ তৈমুর।
অনুষ্ঠানে জেলার মুক বধির নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের প্রভাষক মো. তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব বলেন, সবচেয়ে কঠিন অবস্থায় আছে বুদ্ধি প্রতিবন্ধীরা। তারা নানসন সমস্যায় ভুগছে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীদের সংখ্যা সমাজে বাড়ছে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যে কোনো সহযোগিতায় পাশে থাকব। এই আয়োজনের জন্য সৈয়দ তৈমুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলা অভিযোগ, অস্বীকার ব্যবসায়ীর


