শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য মুশফিকুর রহমানের সমর্থনকারীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া রেলস্টেশন এলাকার সামনে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। এদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল , সাবেক পৌর কাউন্সিলর মনতাজ মিয়া প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

