ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে শারমিন আক্তার জাহানকে। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। শারমিন আক্তার জাহান নড়াইলের জেলা প্রশাসক পদে ছিলেন।
একই দিন অপর একটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের দুই ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ


