১৪/০১/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়ন জমা দিলেন একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ একে একরামুজ্জামান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। তবে তিনি এসময় উপস্থিত ছিলেন না।

একরামুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন নাসিরনগর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ ইমরানুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া এবং বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল মিয়া।

একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর ২০২৩ সালের ২৯ নভেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে জেলা ও উপজেলা বিএনপি একরামুজ্জামানকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলার ছড়ি প্রতীকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একরামুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মনোনয়ন ফরম নিলেন এনসিপি নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন