আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৪ (আখাউড়া–কসবা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে আখাউড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির কার্যকরী সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন এবং আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানসহ এ পর্যন্ত আখাউড়া উপজেলা থেকে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, মুশফিকুর রহমান বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।


