ব্রাহ্মণবাড়িয়ায় ডেভিল হান্টে সরাইলে মো. হুমায়ুন মিয়া নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার অরুয়াইল বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হুমায়ুন মিয়া পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক লীগের পাকশিমুল ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া বলেন, অপারেশন ডেভিলহান্টে হুমায়ুনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
পড়ুন: শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
দেখুন: গাজীপুরে বিয়ে বাড়িতে পুলিশের সাথে হুলুস্থুল কাণ্ড!
ইম/


