31 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_imgspot_img

ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে ঢাবি ডিনস কমিটির সভা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হবে। এরপরই শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া। দেশের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরুর দিকে ভর্তি পরীক্ষা নেয়, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অন্যতম। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করেনি বিশ্ববিদ্যালয়টি।

ভর্তি পরীক্ষা নিয়ে আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সভায় বসেছে ডিনস কমিটি। এ সভা থেকে পরীক্ষার রোডম্যাপ তৈরি করা হতে পারে বলে জানা গেছে। কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুস সালাম রোববার বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে সোমবার আমাদের একটি সভা রয়েছে। সভায় পরীক্ষার তারিখ, আবেদনের সময়সীমাসহ নানা বিষয়ে আলোচনা করা হবে। এর আগে পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হবে না।’

একটি সূত্র জানিয়েছে, অন্য বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। এবারও সে সময়সীমা অনুযায়ী ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে। সে হিসেবে আগামী জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তবে শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় আনলে ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা হতে পারে।

ডিনস কমিটির এক সদস্যের ভাষ্য, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের তিন মাসের মধ্যে পরীক্ষা আয়োজন করতে হলে জানুয়ারি মাসেই পরীক্ষা নিতে হবে। তবে যেহেতু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন; সেহেতু পুরোনো রীতি থেকে বের হয়ে আসা হতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে এটি প্রাথমিক আলোচনা। কোন মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে, সে বিষয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো বলেন, এবার এইচএসসির সাতটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৩টি বিষয়ের ফল দেওয়া হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ে। কাজেই জিপিএসহ অন্যান্য বিষয়ে কোনো পরিবর্তন আসবে কি না, তা বলা যাবে না। কোনো পরিবর্তন আসলে সেটি শিক্ষার্থীদের ভালোর জন্যই করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এবারও চারটি অনুষদের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সেগুলো হলো— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ। চারুকলা অনুষদ ব্যতীত অন্য তিন অনুষদের ভর্তি পরীক্ষা আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ হচ্ছে— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন