19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ভয়েস অফ আমেরিকার জরিপ

ভারতকে ‘অপছন্দ’ করেন ৪১.৩% বাংলাদেশি

বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ ভারতকে ‘অপছন্দ’ করেন। অন্যদিকে দেশটিকে ‘পছন্দ’ করেন ৫৩.৬ শতাংশ মানুষ। ভয়েস অফ আমেরিকা বাংলার সাম্প্রতিক এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

১০০০ মানুষের ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ করেন। আর ২৮.৫ শতাংশ মানুষ পাকিস্তানকে ‘অপছন্দ’ করেন।

তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে ‘অপছন্দ’ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করার জন্য মত দেন। অন্যদিকে, ভারতকে ‘অপছন্দ’ করেন ৪১.৩ শতাংশ মানুষ।

এছাড়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’ হচ্ছে মিয়ানমার। উত্তরদাতারা মিয়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে ৫৯.১ শতাংশ এবং ‘পছন্দ’ স্কেলে ২৪.৫ শতাংশ রায় দেন।  

অন্যান্য বাছাই করা দেশের মধ্যে, ‘পছন্দ’ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় (৬৮.৪ শতাংশ), যদিও চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এবং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ) বেশি দূরে ছিল না।

এনএ

আরও পড়ুন: ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া

দেখুন: দুর্বলদের খেতে মানা যে `হোটেলে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন