24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতির প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নিজ বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে।

ভারত ও ব্রাজিলের বিষয়ে ট্রাম্প বলেন, তারা প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর সেরকম কোনও কর চাপাইনি।

নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, আমরাও চাপাবো।

এর আগে, প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, নতুন সরকারের কাছে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমনই ব্যবহার পাবেন, এটাই আশা করা উচিত।

এনএ/

আরও পড়ুন: ভারতীয় শাড়ি-চাদরসহ বিভিন্ন পণ্য পুড়িয়ে প্রতিবাদ

দেখুন: ভারতকে ছাড়া চলতে পারবে কী বাংলাদেশ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন