29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ভারতের উত্তরপ্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির অনলাইনে প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে চিকিৎসক ও কর্মীদের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে আগুন লেগেছিল। ৩৭টি শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শিশু ওয়ার্ডের দুটি ইউনিটের একটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। 

হৃদয়বিদারক ভিডিওগুলোতে নিহত শিশুদের আত্মীদের অঝোরে কাঁদতে দেখা গেছে। তাদের একজন কাঁদতে কাঁদতে বলছেন, আমার বাচ্চা পুড়ে মারা গেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেন, ঝাঁসি জেলায় অবস্থিত মেডিকেল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। আমি নিহতদের আত্মার পরিত্রাণ এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং স্বাস্থ্যের প্রধান সচিব ঝাঁসির উদ্দেশে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন