19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ভারতের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে সকাল ১০টায়। শক্তি এবং পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শক্তি যোগাবে টাইগারদের। শান্তদের নিয়ে সাবধানী ক্রিকেট খেলতে চান রোহিত শর্মাও।

ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সফরটা ঐতিহাসিক। কেননা নানা ইস্যু নিয়ে উত্তাল দুই দেশের সম্পর্ক। এরমধ্যে টাইগারদের ভারত সফর অনেকটাই উত্তেজনায় ঠাসা।

বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম নিয়ে অনেকটাই চিন্তিত স্বাগতিক ভারত। বিশেষ করে পেস আক্রমণ নিয়ে হোম ওয়ার্ক করতে হয়েছে গৌতম গাম্ভিরের দলকে। অধিনায়ক রোহিত শর্মাও বাড়তি চিন্তা করছেন নাহীদ রানার পেস অ্যাটাক নিয়ে।

ব্যাটিং লাইনআপটাও শক্তিশালি টাইগারদের। যদিও ভারতের মত বিশ্ব তারকা নেই লাল সবুজদের। তবুও যেন পিছিয়ে থাকতে নারাজ হাথুরুসিংহে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় চেন্নাইয়েও কাজে লাগবে। রাওয়ালপিন্ডির স্মৃতি চেন্নাইতেও ফিরিয়ে আনতে চান হাথুরু।

পরিসংখ্যানে অবশ্য কোন সফলতা নেই টাইগারদের। ভারতের সাথে মুখোমুখি ১৩ দেখায় কোন জয় নেই বাংলাদেশের। ১১ পরাজয়ের বিপরীতে ড্র দুই ম্যাচে। তবে এসব পরিসংখ্যানের দিকে না তাকিয়ে খেলার দিকেই মনোযোগ লাল সবুজদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন