ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। কানপুরে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। চেন্নাইয়ে হেরে যাওয়ার ক্ষত এবার কানপুরে সারাতে চায় নাজমুল হোসেন শান্তরা। তাই স্বাগতিকদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে নামবে সফরকারী বাংলাদেশ।
চেন্নাই টেস্ট শেষের দুই দিন পর বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে বুধবার। মাঝে একদিন বিশ্রাম ও আরেকদিন গেছে ভ্রমণে। প্রথমদিন অনুশীলনে বেশ গরম পড়েছিল। তার মধ্যেও প্রস্তুতি চলেছে সফরকারী বাংলাদেশের।
কানপুরের গরমে লম্বা সময় ধরে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। বরাবরের মতো মুশফিকুর রহিম ছিলেন সবার চেয়ে এগিয়ে। প্রায় দুই ঘণ্টা ধরে টানা ব্যাটিংয়ের পর আবার দৌড়েছেনও। এ ছাড়া টেলএন্ডাররাও ব্যাটিং করেছেন সময় নিয়ে। চেন্নাইয়ে একাদশের বাইরে থাকা তাইজুল ইসলাম ও জাকের আলী অনিকও ঘাম ঝরিয়েছেন ব্যাট হাতে।
কাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য দুটি পিচ তৈরি হয়েছে কানপুরের গ্রিনপার্কে। তবে কোনটিতে খেলা হবে এখনো নিশ্চিত হয়নি ম্যানেজমেন্ট। স্পিন সহায়ক এই উইকেট দেখেই বিবেচনা করা হবে একাদশ। এখানে ২০২১ সালে হওয়া সবশেষ টেস্টে দুই ইনিংসে ভারতের হয়ে ১৮ উইকেট নেন স্পিনাররা।
বাংলাদেশ দল সেই সুযোগটাই নিতে পারে এক পেসার কমিয়ে। চেন্নাইয়ে খেলা তিন পেসার, তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর স্পিনার ছিলেন সাকিব ও মিরাজ। এখন তিন পেসার থেকে এক জন কমিয়ে সাকিব-মিরাজের সঙ্গে যুক্ত করা হতে পারে তাইজুল ইসলামকে।