চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে শেষ করেছিলো ভারত। তার বদলে দ্বিতীয় দিনে মাত্র ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। এতে টাইগারদের ফলোঅনে ফেলার সুযোগ থাকলেও আবারও ব্যাটিংয়ে নামে ভারত। তৃতীয় দিনে দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা যদিও দ্বিতীয় দিনে তিন উইকেট হারায়। সেই সঙ্গে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লাঞ্চ বিরতিতে ভারত।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো ভারত। এদিন শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন আগের দিন ১৩ বলে ১২ রান করা ঋষভ পান্থ এবং ৬৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকা শুভমান গিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০৫ রান। শুভমান গিল ৮৬ রান এবং ঋষভ পান্থ ৮২ রানে ব্যাট করছেন। এবং ৪৩২ রানের লিডে রয়েছে ভারত।
এই ম্যাচে ৭৮ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন শুভমান গিল। তার সঙ্গে দুর্দান্ত জুটি বেঁধেছে ঋষভ পান্থ। সেই সঙ্গে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দুজনই।
তবে প্রথম সেশনের শেষদিকে পান্থকে আউট করার সুযোগ হাত ছাড়া করেছেন শান্ত।