১৪/০১/২০২৬, ২০:৩৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে নির্বাচন: দিল্লিতে জোট সরকার গঠনের দরকষাকষি

ভারতে এখন চলছে, জোট সরকার গঠনের আলোচনা। ব্যাপক তোড়জোড় করেও, নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন বিজেপি। তাদের টেক্কা দিচ্ছে কংগ্রেস। তবে, নির্বাচনী জোটের হিসাবে, বিজেপিই এগিয়ে। এখন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, সেটাই দেখার পালা।

বিজ্ঞাপন

গতরাতেই পরিষ্কার হয়েছে, ভারতের লোকসভা নির্বাচনে কারা কতগুলো আসন পেলো। তাতে দেখা গেছে, বিজেপি ২৪০ ও কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে। জোটের হিসাব ধরলে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আসন ২৮৬টি। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ভাগে পড়েছে ২০২টি আসন। সরকার গঠনে আসন দরকার ২৭২টি।

আলোচনা ছিলো, টানা তৃতীয় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সেই পথেই রয়েছেন নরেন্দ্র মোদি। তবে, এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তারা। তাই, নির্ভর করতে হচ্ছে জোটসঙ্গীদের ওপর।

জোটে বিজেপির ভরসা চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতিশ কুমারের জেডিইউ। অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম জিতেছে ১৬টি আসনে। অন্যদিকে, বিহারের জেডিইউ-এর ঝুলিতে আছে ১২টি। দুই দলের মোট আসন সংখ্যা ২৮।

এখন সব দলের নেতারাই দিল্লিমুখী। একদিকে জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় দফায় সরকার গঠনে মরিয়া বিজেপি। অন্যদিকে, কংগ্রেসও হার মানতে নারাজ। তাই, ভারতের রাজধানী এখন দফায় দফায় আলাপ আর দরকষাকষির কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত কোনো চমক থাকছে কি না, তা জানতে অপেক্ষায় ভারতবাসী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন