লোকেশ রাহুলের সেঞ্চুরিটা বৃথাই গেল। ১১২ রান করে ভারতকে ৭ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ এনে দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ড্যারেল মিচেলের সেঞ্চুরিতে এই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে গেল নিউজিল্যান্ড। ১৫ বল হাতে রেখে তারা জয় পেয়েছে ৭ উইকেটে।
ভারতের বিপক্ষে আগের তিন ওয়ানডের দুটিতেই ১৩০+ রানের ইনিংস খেলা মিচেল রাজকোটে আজ করলেন ১৩১ রান, ২ উইকেটে ৪৬ রানের সময় নেমে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার ১১৭ বলের ইনিংস সাজান ১১ চার ও ২ ছয়ে। স্বভাবতই ম্যাচসেরাও তিনিই হয়েছেন। ৮৭ রান করে তাকে ১৬২ রানের জুটিতে সঙ্গ দেন উইল ইয়ং।
শেষ দিকে গ্লেন ফিলিপস করেন ২৫ বলে ৩২ রান। ডেভন কনওয়ে ১৬ ও হেনরি নিকোলস করেন ১০। ভারতের হয়ে একটি করে উইকেট নেন হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
ওয়ানডেতে ভারতের মাটিতে এটা নিউজিল্যান্ডের রেকর্ড রান তাড়া করার নজির। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রান তাড়া করে জেতার ঘটনাটিই ছিল শীর্ষে। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসলো। পাশাপাশি ১৮ জানুয়ারি ইন্দোরের ম্যাচটি পরিণত হলো অঘোষিত ফাইনালে। যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।
তবে নিউজিল্যান্ড জিতলে একটি রেকর্ডও হবে। ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে নিউজিল্যান্ড ৯টি ওয়ানডে জিতলেও একবারও সিরিজ জিততে পারেনি। গত বছর জিতেছিল প্রথম টেস্ট সিরিজ, এই বছর কি ওয়ানডে সিরিজ?
রাহুলের সেঞ্চুরির পাশাপাশি ভারতের ২৮৪ রানে ভালো অবদান ছিল শুভমান গিলের। ওয়ানডে ক্যাপ্টেন ৫৬ রান করেন। রবীন্দ্র জাদেজা ২৭, রোহিত শর্মা ২৪, বিরাট কোহলি ২৩ ও নিতিশ কুমার রেড্ডি ২০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৫৬ রানে ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক। কাইল জেমিসন, জ্যাক ফকস, মাইকেল ব্রেসওয়েল ও অভিষিক্ত জেয়দেন লেনক্স নেন একটি করে।
পড়ুন : ভারতের বিপক্ষে ৮ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের


