১৩/০১/২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়

সর্বশেষ এশিয়ান গেমসে ভারতের হয়ে পদক জিতেছিলেন শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া। টোকিও অলিম্পিকেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে এরই মধ্যে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন এই অ্যাথলেট। এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে দেখা যাবে কানাডার হয়ে লড়াই করতে। 

বিজ্ঞাপন

ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব নিয়েছেন ৩০ বছরের প্রতিভাবান এই শুটার। গত কয়েক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক শুটার ছিলেন অঙ্গদ। জাতীয় দলেও নিয়মিত ছিলেন। 

মূলত পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। এ বছর থেকেই কানাডার জার্সি গায়ে খেলার কথা রয়েছে তার। চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। তার আগে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন অঙ্গদ। অনাপত্তিপত্র পাওয়ায় কানাডার প্রতিনিধিত্ব করতে কোনও বাধা থাকল না অঙ্গদের। 

এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেছেন, ‘‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়েছিল। ও কোন দেশের হয়ে খেলবে, সেটা ওর সিদ্ধান্ত। আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। ওর মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিত ভাবে বড় ক্ষতি। কিন্তু ওকে আটকানোর কোনও উপায় আমাদের নেই।’’

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গদ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পর পর দু’বার ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অঙ্গদ।

পড়ুন: ‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি

দেখুন: এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ vs শ্রীলঙ্কা, দেখবেন নাগরিক টিভির পর্দায়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন