মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে প্রায় দেড়শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরীতে। কক্সবাজার ও উখিয়ায় প্লাবিত হয়েছে কয়েকশ গ্রাম। আরও তিনদিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) চট্টগ্রামে ভোররাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ, হালিশহরসহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে পাহাড়ধসের আশঙ্কায় নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে আতংকের সৃষ্টি হয়েছে।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে ৩ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে ৯ উপজেলার ১৬ টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। নদী ও খালের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে গ্রামে।
পানিবন্দি মানুষের জন্য দ্রুত সরকারি সহায়তা দেয়ার দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
তিন দিনের ভারী বৃষ্টির পানিতে প্লাবিত কক্সবাজারের উখিয়া উপজেলা। সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টিপাত হলেও গেল তিন দিনের টানা বর্ষণে থইথই করছে চারিদিক। পানিবন্দি হয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চলের ৪০ হাজার বাসিন্দা।
আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।