16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ

বর্তমান বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধা বিবেচনা করে প্রতিনিয়ত ফিচারে আপডেট আনছে এ প্ল্যাটফর্মটি। এবার ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কলগুলো যেন আরও ভালো হয় সেই ফিচারই এনেছে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। আসছে ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ‘লো লাইট মোড’। কম আলোয় ভিডিও কল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুণগত মান বজায় রাখা যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।

লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিও কলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটা ভিডিও কলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনও পর্যন্ত আসেনি। এ ছাড়া উইন্ডোজের হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার পাবেন না।

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার চালু করার নিয়ম :

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার যেকোনো বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন।ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কর্নারে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে। আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন