১৪/০১/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধে মাগুরায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ

ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ করা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের , বাসারুল হায়দার বাচ্চু। 

এসময় সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইনকানুন, নিয়মনীতি লংঘন করে গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়ার ঘটনা নিষ্কৃষ্ট মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের নির্লজ্জ প্রকাশ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীর জনগণ এর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোন রাখঢাক না করে বলেই ফেলেন তার সিদ্ধান্তই চূড়ান্ত, আন্তর্জাতিক নিয়মনীতি তিনি মানেন না। তার কথাই আইন। বিশ্ববাসী দেখলো জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মার্কিন সাম্রাজ্যবাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বসে আছে। 

বক্তারা আরও বলেন, ১৯৯৯ সালে হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনেজুয়েলায় সরকার গঠিত হওয়ার পর দেশটি মার্কিন সাম্রাজ্যবাদী শৃঙ্খল ছিন্ন করে স্বাধীন জাতীয় অর্থনীতি গড়ে তোলে এবং নিজেদের তেল সম্পদসহ অন্যান্য খনিজ সম্পদ জাতীয়করণ করে। শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো সরকারও সেই নীতির ভিত্তিতেই দেশ পরিচালনা করে আসছে। কথিত মাদকের অজুহাতে এই হামলার উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল,স্বর্ণসহ অন্যান্য খনিজ সম্পদ দখল করা এবং প্রতিক্রিয়াশীল ধনিক শক্তির সঙ্গে জোট বেঁধে জোরপূর্বক সরকার পরিবর্তন করা। 

মার্কিন সাম্রাজ্যবাদসহ সকল সাম্রাজ্যবাদীদের দেশে দেশে আগ্রাসী অপতৎপরতার বিরুদ্ধে বিশ্বের গণতন্ত্রমনা জনগণের ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

সমাবেশ থেকে মাগুরার ইছাখাদায় গরু চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

পড়ুন: কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

দেখুন: ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন