লঘুচাপের প্রভাবে অতি জোয়ারে, ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে নিচু ও চর এলাকা প্লাবিত হয়েছে। মেঘনা নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হওয়ায়, ৭ উপজেলার বিভিন্ন চরাঞ্চলে অস্বাভাবিক জোয়ার হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
সাগরে লঘুচাপ ও উজানের পানির চাপ বৃদ্ধি পাওযায়, গত কয়েক দিন ধরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে, প্লাবিত হয়েছে ভোলা সদরের রাজাপুর, ধনিয়া ইউনিয়নের বেশকিছু গ্রাম।
দুইবেলা জোয়ারের পানি ঢোকায়, বেড়ি বাধের বাইরে প্রায় ৫ হাজার পরিবার এখন পানিবন্দি।
স্থানীয়দের দাবী, প্রতি বছরই একই ভোগান্তি হলেও, পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
পানি ঢোকা বন্ধে বেড়ি বাধ নির্মানের দাবী রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যানের।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, আপাতত বাধের পরিকল্পনা নেই।
শুধু ভোলা সদর নয়, জেলার দৌলতখানের মদনপুর, মেদুয়া, তজুমদ্দিনের চর, লালমোহনের কচুয়াখালীর চর, চরফ্যাশনের ঢালচর, মনপুরার কলাতলীর চরসহ বহু গ্রামের মানুষ পোহাচ্ছেন একই দুর্ভোগ।