দেশের সংকটময় মুহূর্তে ভোলায় একাধিক গ্যাস কূপ খুঁজে পাওয়ায়, উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। নতুন পাওয়া গ্যাসের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে, বহুমুখী উদ্যেগ নিচ্ছে অর্ন্তবর্তী সরকার। প্রাকৃতিক এই সম্পদকে ভোলার উন্নয়নে ব্যবহার করার দাবি জানান এলাকাবাসী।
ভোলায় ১৯৯৫ সালে সর্বপ্রথম গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এরপর সেখানে মোট ৩টি খনিতে করা হয় ৯টি কূপ। যেখানে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ পাওয়া যায়।
মজুদকৃত এই গ্যাস থেকে ভোলার গ্যাস ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রসহ, গুটিকয়েক কারখানা ও অল্প কিছু বাসাবাড়িতে ব্যবহার হয়। বাকি সিএনজি করে সিলিন্ডারের মাধ্যমে নেয়া হয় ঢাকায়।
সংশ্লিষ্টদের অভিযোগ, জেলায় যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, সেই পরিমাণ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি।
দেশে গ্যাস সংকট কাটাতে তাই, ভোলার এই গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ করার আশ্বাস দিয়েছেন, বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টা মো: ফাওজুল কবির খান।
এলাকাবাসীর দাবি, ভোলাতেই গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে, এখানকার গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি, স্থানীয়দের জন্য তৈরি করা হোক কর্মসংস্থানের ব্যবস্থা।
টিএ/