30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
spot_imgspot_img

ভোলায় নিউমোনিয়া আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড়

ঋতু বদলের সঙ্গে বাড়ছে শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডা জনিত রোগ। তবে ভোলায় সব হাসপাতালেই চিকিৎসক ও নার্স সঙ্কট। বাড়তি রোগী সামাল দিতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ।

দ্বীপজেলা ভোলায় জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের গত ১ মাসের পরিসংখ্যানে দেখা যায়, নিউমোনিয়া ও জ্বর নিয়ে শিশু রোগী ভর্তি হয়েছে ১হাজার ৩৪০ জন। মারা যায় ৩ জন শিশু। আর সেপ্টেম্বরের এক সপ্তাহেই ভর্তি হয়েছে ১ হাজার ১২ জন।

হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা মাত্র ৫০টি। গড়ে প্রতিদিন থাকে দেড় থেকে দুইশ রোগী। হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে তারা।

একদিকে অতিরিক্ত রোগীর চাপ অন্যদিকে ডাক্তার ও নার্স সংকট। এতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঋতুর পরিবর্তনের কারণে ঠান্ডা জনিত রোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলছেন চিকিৎসকরা। 

ভোলা হাসপাতালে ৬০ জন চিকিৎসকের পদের মধ্যে শূন্য রয়েছে ৪০ টি পদ। আর ৮৬ জন নার্সের মধ্যে শূন্য রয়েছে ২৮ টি পদ। 

কাঙ্খিত সেবা পেতে শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবী এলাকাবাসীর।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন