ভোলার লালমোহনে যাত্রীবাহি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর সোয়া ১২ টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২ টায় লালমোহনের গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ৩ জন মারা যায়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পড়ুন: চানখাঁরপুল হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ
আর/


