মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও সড়ক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।
আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই’ ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারত-পাকিস্তানের যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই
ইম/


