১৫/০১/২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মতবিনিময়ের দাওয়াত দিয়ে থানায় অনুপস্থিত নবাগত ওসি

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠান। আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কালীগঞ্জ প্রেসক্লাবের প্রায় ৪০ জন সাংবাদিক থানায় উপস্থিত হন। তবে নির্ধারিত সময়ে থানায় উপস্থিত ছিলেন না নবাগত ওসি জেল্লাল হোসেন।

পরে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরি কাজে বাইরে রয়েছেন এবং থানায় ফিরতে আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট সময় লাগবে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ওসির দেখা না পাওয়ায় একপর্যায়ে সাংবাদিকরা থানা ত্যাগ করেন।

অভিযোগ রয়েছে, অপেক্ষাকালীন সময়ে থানার কোনো কর্মকর্তা বা স্টাফ সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বা খোঁজখবর নেননি। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকরা বিষয়টিকে অনভিপ্রেত ও পেশাগত শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন। কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতে, দায়িত্ব গ্রহণের পর মতবিনিময়ের আমন্ত্রণ জানিয়ে নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকা এবং সাংবাদিকদের প্রতি ন্যূনতম সৌজন্য না দেখানো দুঃখজনক।

এ ধরনের ঘটনায় সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন- সমকাল প্রতিনিধি জামির হোসেন, ডেইলি স্টারের আজিবর রহমান, ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, জিটিভির অলিয়ার রহমান, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, যুগান্তর ও দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, কালবেলার ওসমান গনি জুয়েল,নাগরিক টেলিভিশনের মিশন আলী, প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের খবরের হাবিব ওসমান , উচ্চকণ্ঠ নিউজের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, ইনকিলাব ও বাংলাদেশ বেতারের আহসান কবির, আজকালের আরিফ মোল্লা, গ্রিন টিভির আশিকুর রহমান, নয়া দিগন্তের রুহুল আমিন সৌরভ, আমাদের সময়ের ফিরোজ আহমেদ, একুশের সংবাদ ও গণতদন্তের মাসুদ রানা, দৈনিক স্পন্দনের এস এম মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা,সাবেক স্বামী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন