25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মদিনায় নবীজির রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু হলো মদিনায় অবস্থিত নবীজির রওজা শরিফ। এবার সেই রওজা শরিফ জিয়ারতের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এই নির্দেশনায় বলা হয় এখন থেকে মদিনায় অবস্থিত মহানবি মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

মদিনায় নবীজির রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয় রওজা শরিফ জিয়ারতের জন্য বছরে একবারের বেশি সুযোগ পাবেন না মুসল্লিরা। এই নিয়মটির মাধ্যমে বৃহত্তর সংখ্যক মুসলিমকে রওজা শরিফ জিয়ারতের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়, রওজা শরিফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না।

মদিনায় নবীজির রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

এ ছাড়া জিয়ারতের সময় এক ঘণ্টা পর্যন্ত সীমিত রাখা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো অপেক্ষার সময় কমানো এবং ভিড় এড়িয়ে জিয়ারতকারীদের জন্য একটি সহজ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করা।

এনএ/

আরও পড়ুন: হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব
দেখুন: হজ প্যাকেজ: সরকারি ব্যবস্থাপনায় খরচ ৬ লাখ ৮৩ হাজার
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন