নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শুকুন্দীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন।
শুকুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনী ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. অলিউর রহমান কাউসারসহ মনোহরদী ও বেলাবো উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
পড়ুন : মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


