১৫/০১/২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মনোহরদীতে মাদরাসা শিক্ষক হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদরাসা শিক্ষক হাফেজ আবুল কালাম হত্যার বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সোমবার (১৯ মে) সকালে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানায় আসেন শতাধিক নারী-পুরুষ। এসময় থানার প্রধান ফটক অবরুদ্ধ করে হত্যাকারীদের বিচার চেয়ে স্লোগানে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জব্বার বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা থানা প্রাঙ্গণ ছেড়ে গিয়ে মরদেহ দাফন করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত শুক্রবার দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন এবং দেশীয় অস্ত্র নিয়ে আবু কালামসহ তার বাড়ির লোকজনদের ওপর হামলা চালায়।

এ হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০), মেজো ছেলে আবুল কালাম (৩২) ও আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ (২৮) পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে হাফেজ আবুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

পড়ুন: নরসিংদীতে শিলমান্দী ইউনিয়ন যুব সম্মেলন অনুষ্ঠিত

দেখুন: নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন