আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা রোববার অস্থায়ী দলীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিযহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন ।
ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক ও দক্ষিন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুজ্জামান মৃর্ধা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জামিল আহমেদ ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, পৌর বিএনপি’র সভাপতি আলেক চান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন প্রমুখ।


