প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ( পিআইবি)কর্তৃক আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ সিটি কর্পোরেসনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে সমাপনী দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে সনদ বিতরন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।
প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক শাহানুয়ার সাঈদ শাহিন, সাংবাদিক লেখক খাজা মাইনুদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ । প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
পড়ুন : ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামীর বাবাসহ গ্রেপ্তার ৭


