ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শেরপুকুর ৪০ বছর পর অবৈধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। নগরীর প্রাণকেন্দ্র আমলাপাড়ায় ২৫ শতক জমি বেদখলে ছিল।
সদর উপজেলার সহকারী কমিশনার আসাদুজ্জামান রনির নেতৃত্বে ওই জমিটি দখলমুক্ত করা হয়।
জেলা প্রশাসন জানায়, ময়মনসিংহ টাউন মৌজায় ৬ হাজার ১৫২ দাগে ৯১২ নম্বর খতিয়ানভুক্ত অর্পিত সম্পত্তিভুক্ত ২৫ শতাংশ জমি শেরপুকুর নামে পরিচিত ছিল। ১৯৮৪ সালে পুকুরটি মাছ চাষের জন্য আলফাজ উদ্দিন বাচ্চু লিজ নিয়েছিলেন। কিন্তু সেখানে মাছ চাষ করা হয়নি।
পরবর্তীতে দিনে দিনে পুকুরটি ময়লা-আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হয়। ২০১২ সালে শর্ত ভঙ্গ করায় জেলা প্রশাসন ওই লিজ বাতিল করে।