’প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’, এই স্লোগান কে সামনে রেখে প্রতিবারের মত এবারেও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল, ময়মনসিংহ, এবং জোসনার আলো (প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ভিত্তিক বিশেষ শিক্ষা কার্যক্রম) এর আয়োজনে দিবসটি পালন করেছে। এই উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ।
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস সহকারী অধ্যাপক ডা. এমএ কুদ্দুস (জাহিদ)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কুলের ইনচার্জ মিস. শতাব্দী দাস, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের পরিচর্যাকারী, সহকারী পরিচালক ইমরান আহমেদ, দিদার হোসেন, হেড, অর্থ ও হিসাব সহ স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আরো বলেন যে, বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী জনসংখ্যার একটি বড় অংশ বিভিন্ন শারীরিক, সংবেদনশীল ও বিকাশজনিত প্রতিবন্ধকতার সঙ্গে বসবাস করেন। মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও তাদের প্রতিবন্ধীতা থাকার কারনে, সমাজের সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণ খুবই সীমিত। যার কারনে আমাদের দেশের মধ্যে একটি জনগোষ্ঠীর বড় অংশ অনেকটাই অবহেলিত থাকে। দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে আমাদের সাথে নিয়ে বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিনির্মাণে বাংলাদেশে অত্র প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান গুলো অগ্রণী ভুমিকা রাখতে পারে।
পরে ক্যাম্পাস থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
পড়ুন- বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারীদের সমাবেশ
দেখুন- অবশেষে গ্রে\প্তা\র হলেন কুকুরকাণ্ডের সেই অভিযুক্ত নারী |


