ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এবার ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-ফাইভ পেয়েছে চার হাজার ৮২৬ জন।
এর মধ্যে ছেলেদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছে ২ হাজার ১০৯ জন এবং মেয়েরা পেয়েছে ২ হাজার ৭১৭ জন। পাশের হার এবং জিপিএ-ফাইভ প্রাপ্তিতে এবারো মেয়েরাই এগিয়ে রয়েছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবছর ৭ দশমিক ২২ শতাংশ কম পাশ করেছে।
সকালে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন। ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী। ২৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠান শতভাগ কৃতকার্য এবং ৪টি প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়েছে।