কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আখতারুজ্জামান ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ শে নভেম্বর দুপুরে চরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন মিয়া,
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আড্যভোকেট মোনজুরুল ইসলাম জুয়েল,
জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আড্যভোকেট তানভীর হাসান রানা, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। সাবেক চরপুমদী ইউনিয়ন সভাপতি কাঞ্চন মিয়া।জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ,
এসময় সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম মবিন বলেন,আক্তারুজ্জামান ভূঁইয়াছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও পরিশ্রমী সভাপতি । তার মৃত্যু বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন- কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন


