21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

মরুর বুকে উটের খামারে প্রবাসীদের কঠোর জীবন

পরিবারে একটু খানি স্বচ্ছলতা ও জীবিকার নিশ্চয়তায় দেশ, মাটি ও প্রিয়জনের মায়া ত্যাগ করে বহু বাংলাদেশী পাড়ি জমান ভিন দেশে। রেমিটেন্স পাঠিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটান; দেশের অর্থনীতিতে রাখেন অসামান্য ভূমিকা। কিন্তু তাদের নিদারুণ প্রবাস জীবনের খবর কজন রাখি।

প্রবাসীদের মধ্যে একটা বড় অংশ কাজ করে মধ্যাপ্রাচ্যের মরু অঞ্চলে উত্থাল-পাতাল শীতল গরম আবহাওয়ায়। সংযুক্ত আরব আমিরাতের মরুময় অঞ্চলে অনেক প্রবাসী-ই উটের লালন পালনের খামারে কাজ করেন।

দেশটির আজমান আল-রাহমানিয়া এলাকায় এমনই এক মরুভূমিতে কাজ করছেন রিজওয়ান। তপ্ত মরুভূমিতে উটের খামারেই তার জীবিকার জায়গা। কড়া রোদে মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে রোজগার করছেন তিনি। তার মতো বহু প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এখানে কাজ করেন।

উটের খাবার পরিবেশন, দুধ দহন, মলমূত্র পরিস্কার, গোসল, যত্নআত্তি সবকিছুই করতে হয় এই বাংলাদেশিদের। যা খুবই শ্রমসাধ্য কাজ। নেই নির্দিষ্ট শ্রমঘণ্টা। উদয়-অস্ত চলে এমন কাজ। 

প্রবাসীদের আত্মদান দেশবাসী ও সরকারের কাছে মূল্যায়িত হোক এমনটাই প্রত্যাশা তাদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন