মহাকাশে নতুন গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত। ‘অন্বেষা’ নামের এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো বলে মনে করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সম্ভাব্য শত্রুপক্ষের গতিবিধি নির্ভুলভাবে নজরে রাখা এবং আধুনিক যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এই উৎক্ষেপণকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত বছরের ব্যর্থতার পর জোরালো প্রত্যাবর্তন করেছে ভারতের নির্ভরযোগ্য রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সফলভাবে আরও একটি উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এর মাধ্যমে গত বছরের ধাক্কা কাটিয়ে শক্ত অবস্থানে ফিরল এই রকেট ব্যবস্থা।
পিএসএলভির ৬৪তম মিশনে পিএসএলভি-সি৬২ / ইওএস-এন১ নামের স্যাটেলাইটটি সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
পড়ুন: বিক্ষোভ-সহিংসতায় জ্বলছে ইরান: নিহত বেড়ে ৫৩৮
আর/


