মহান বিজয় দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে এবং শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে গেলে চলবে না।
এ সময় তারা স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
পড়ুন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সহ- সভাপতি হলেন চেয়্যারম্যান শফিউল আলম
দেখুন- ইউনেস্কোর ‘সাংস্কৃতিক’ ঐতিহ্য’ স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল শাড়ি


