28 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা; আসামি গ্রেপ্তার

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার হয় আট বছরের এক শিশু। গেলো শনিবার শ্রীপুর থেকে শহরের নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে আসলে সেখানে আপন দুলাভাইয়ের বাড়িতে এসে এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। শনিবার বড় বোন ও বাবাকে দিয়ে শিশুটির মা মাগুরা সদর থানায় এজাহার পাঠালে বিকালে ওই মামলা রুজু হয়।

মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তাঁরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাগুরায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী নাগরিক টিভিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশু ধর্ষণের ঘটনায় বোনের স্বামী, ভাশুর, শশুর ও শাশুড়িকে আসামি করে শিশুটির মা বাদী হয়েছে মামলা করেছেন। মাগুরা সদর থানায় মামলা নাম্বার- ১৪। আসামিদের সবাইকে গ্রেফতার করা হয়েছে একইসাথে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বোনের স্বামী ও শশুর আটক

দেখুন: ঘোড়া দৌড় দেখতে লাখো মানুষের ভিড় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন