১৪/০১/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় কারাবন্দিদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন মৌসুমি ফল উৎসব। মঙ্গলবার (২৭ মে) কারা কর্তৃপক্ষের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। এসময় ৪৩৫ জন কারাবন্দীর মাঝে লিচু, আম ও কাঁঠাল বিতরণ করা হয়।

এসময় মাগুরা জেল সুপার শেখ মো: মহিউদ্দিন হায়দার, জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান ও সর্ব প্রধান কারারক্ষী নুরজাহান বেগম উপস্থিতি ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কারাগারের ভেতরে।

ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বন্দিদের আত্মীয় স্বজনের নিকট বিষয়টি দারুণ সাড়া ফেলেছে এবং সকলে এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে। তারা বলেন, এধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে।

অনুষ্ঠানে বন্দিদের অনেকে জানান, দীর্ঘ সময় পর তারা এমন আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ফল উৎসবটি তাদের মাঝে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহের সঞ্চার করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন