মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি খালের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো চাপাতলা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯), আনারুল মোল্যার মেয়ে তারিন (৮) ও সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া(৯)। তার উভয় খেলার সাথী এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া তিন কন্যা শিশু পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে। কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে মহম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের শেখ- নাগরিক টিভিকে জানায়, শনিবার দুপুরে চাপাতলা গ্রামে খালের পানিতে ডুবে তিন কন্যা শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং খোঁজখবর নেয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

